মাসুদ রেজা শিশির ঃ সম্প্রতি ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলা তাওহীদি জনতার ব্যানারে বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে মুসলিরা মিছিল করে উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হালিম,রেজাউল করিম রিংকু প্রমুখ।