স্টাফ রিপোর্টার ঃ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রসুল (সঃ) এর জীবনী ও শান্তির ধর্ম ইসলাম নিয়ে আলোচনা করা হয় এবং হামদ, নাথ, রচনা, আযানসহ ৫ টি ইভেন্টে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া সমগ্র মুসলিম জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রসুল (সঃ) ও ইসলাম ধর্ম সম্পর্কে ভুল তথ্য না দিতে আলেম ওলামা এবং মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমামদের প্রতি অনুরোধ জানান হয়। এছাড়া সহিংসতার পথ বেছে না নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহম্মেদ সালেহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, ভান্ডারিয়া সিদ্দিকীয় ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম মুনির প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।