মাসুদ রেজা শিশির ঃ সম্প্রতি ফ্রান্সে নবীজির ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে তৌহিদী জনতা মৌরাট ইউপির আয়োজনে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে বাদ জোহর বাজার চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাবিবুর রহমান প্রামানিক’র সভাপতিত্বে বাগদুলী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মতিউর রহমান ও ধুলিয়াট কেরাতুল কুরআন মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা মহিউদ্দিন মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা শাহ্জুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আররী প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখে মাওলানা মোঃ আইযুব আলী আনছারী, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দস, বাগদুলী শিল্প ও বনিক সমিতির সভাপতি মোঃ কেছমত শেখ, আ.লীগ নেতা মুন্সী জাহিদুল ইসলাম সবুজ প্রমুখ। এ বিক্ষোভ মিছিলে স্থানীয় হাজার মুসলিম জনতা অংশ গ্রহণ করে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়াসহ দেশবাসির প্রতি ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহব্বান জানান।