আবু সাঈদ,কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ কোরানের বানী হৃদয়ে রাখতে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় নতুন একটি হাফিজিয়া মাদরাসা উদ্বোধন করা হয়েছে। নতুন মাদরাসার নাম দেওয়া হয়েছে দারুন নাজাত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা।
কাষ্টমস ,এক্সাইজ ও ভ্যাট এর যশোর এরিয়ার কমিশনার মুহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারুন নাজাত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা উদ্বোধন করেন।
মাদরাসার সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, ভান্ডারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মনির,পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ শাহাবুদ্দিন,কালুখালী থানার থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব প্রমুখ উপস্থিত ছিলেন।