মাসুদ রেজা শিশির ঃ সম্প্রতি ফ্রান্সে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা কওমী ওলামা পরিষদ ও তাওহীদি জনতার ব্যনারে পাংশা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টা ব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ওলামায়ে কেরামগন সমাবেশ স্থলে আসতে শুরু করে । বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। উপজেলার কওমী ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন বিশ্বাস’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পাংশা শাহ্জুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, হোগলাডাঙ্গী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মীর আব্দুল বাতেন,আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল আলীম, মাওলানা জমির উদ্দিন, পারনারায়রপুর মাদ্রাসার পরিচালক মোঃ ওমর ফারুক, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। শান্তিপূর্ণ এ সমাবেশে পাংশা উপজেলা কওমী ওলামা পরিষদরে সকল সদস্য সহ স্থানীয় হাজারও মুসলিম জনতা অংশ গ্রহণ করে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়াসহ দেশ বাসির প্রতি ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করার আহবান জানান।