স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া পশ্চিমপাড়া ঈদগাহের জমি দখল করে বাড়ী-ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঈদগাহ উদ্ধারের দাবীতে বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে।
খালিয়া গ্রামবাসীর পক্ষে বাহারুল ইসলাম, মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম গত ১৮ নভেম্বর লিখিত অভিযোগে বলেন, খালিয়া গ্রামটিতে ২৫০টি পরিবার বসবাস করছে। খালিয়া পশ্চিমপাড়া মুসলমানদের ব্যবহার্য একটি ঈদগাহ ময়দান আছে ১২ শতাংশ জমির উপর। যার পুর্ব পুরুষের খাদেমের সুত্র ধরে দুইটি পরিবার অবৈধ ভাবে বসতি স্থাপন করেছে। ঈদগাহটি ওই পরিবারের হেফাজতে ছিল কারণ তাদের পুর্বপুরুষ এশারত মল্লিকের ছেলে হাকিম উদ্দিন ও হাকিম উদ্দিনের ছেলে লোকমান হোসেন। এস,এ ও বিএস খতিয়ানে ঈদগাহের খাদেম ছিলেন তারা। ওই পরিবার দু,টি খাদেমের সুত্রধরে পৈত্রিক সম্পত্তি বলে দাবি করে অবৈধভাবে বসতি স্থাপন করে বসে আছে। সরকারী ভূমি অফিসের নথিপত্র অনুযায়ী (এস,এ খতিয়ান নং-২৩১) এবং ( বিএস খতিয়ান নং-৩০৪) স্পষ্ট উল্লেখ আছে যে, ইমাম, পীর সাহেবের, সর্বসাধারণের ব্যবহার্য ঈদগাহ ময়দান। খালিয়া গ্রাম বাসীর পক্ষে খাদেম ছিলেন, হাকিম উদ্দিন। পরবর্তীতে খাদেম ছিলেন, লোকমান হোসেন। এ পরিপ্রেক্ষিতে গত ২০১৪ সালের ১০ আগষ্ট রাত ৮টায় খালিয়া গ্রামবাসীর ১৫০জন জনসাধারণ ও মাতব্বরদের উদ্যোগে খালিয়া জামে মসজিদের ইমামের উপস্থিতিতে ঈদগাহটি পুনরায় উদ্ধারের জন্য নতুন কমিটি করা হয়। নতুন কমিটির সভাপতি তমির উদ্দিন শেখ, সেক্রেটারী মৃত ছাত্তার মল্লিক, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন খান ও সহ-সভাপতি মোস্তফা কামাল। পরবর্তীতে কমিটির কোন কার্যক্রম না থাকায় পরিবার দু,টি রাতারাতি আরো বসতি স্থাপন করে। আমরা প্রশাসনের হস্তক্ষেপসহ ঈদগাহ ময়দানটি উদ্ধারের দাবী জানাচ্ছি।