স্টাফ রিপোর্টার ঃ সাংবাদিকদের বিনোদনের লক্ষে মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করেছে মেসার্স মিরাকেল এগ্রো মাল্টি ফার্ম।
সোমবার সন্ধ্যায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস ও সাধারণ সম্পাদক সোহেল রানার হাতে টেলিভিশন তুলেদেন বহরপুরের মেসার্স মিরাকেল এগ্রো মাল্টি ফার্মের সত্বাধিকারী মনিরুজ্জামান খান মালেক। এসময় জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কল্লোল কুমার বসু, সাংবাদিক সোহেল খানসহ অনেকে।
মনিরুজ্জামান খান মালেক বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সাংবাদিকদের বিনোদনের জন্য মেসার্স মিরাকেল এগ্রো মাল্টি ফার্মের পক্ষে সামান্য একটি উপহার প্রদান করা হলো।
Home উপজেলার খবর মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবে টেলিভিশন প্রদান করলো...