রুবেলুর রহমান : করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ৯’শ অসহায় পরিবারের মাঝে চাল ও আটা বিতরণ করেছেন সৌদি আরব প্রবাসী মোঃ আলাল খান।
বুধবার (২২ এপ্রিল) সকালে পাঁচুরিয়া ইউনিয়নের আড়পাড়ার ওই সৌদি প্রবাসী তার নিজ বাড়ীতে ব্যাক্তিগত অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় করোনা সংক্রমনের ঝুঁকি বিবেচনায় সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে প্রতিটি ওয়ার্ডে ভ্যানযোগে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তালিকা অনুযায়ী বাড়ীতে বাড়ীতে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে সার্বিক সহায়তায় ছিলেন সৌদি প্রবাসী আলাল খানের ভাই জালাল খান।
তিনি জানান, বর্তমানে সবারই কাজ কর্ম বন্ধ। ফলে সবাই খুবই অসহায় । তাই তার সৌদি প্রবাসী ভাই আলাল খান ইউনিয়নের অসহায় মানুষের কথা চিন্তা করে ৯’শ অসহায় পরিবারের জন্য চাল ও আটার ব্যবস্থা করেছেন। যা আজ ওয়ার্ডে ওয়ার্ডে পাঠানো হলো। এ ধারা অব্যাহত থাকবে।