স্টাফ রিপোর্টার ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘ নবাব থেকে মুজিব’।
গত বুধবার সন্ধ্যা রাতে জেলা শিল্পকলা একাডেমী আয়োজন ও একাডেমীর রেপার্টরি নাট্যদল রাজবাড়ীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক নবাব থেকে মুজিব।
অজয় দাস তালুকদারের রচনা ও অসীম কুমার পালের নির্দেশনায় জেলা শিল্পকলা একডেমীতে প্রদর্শিত হয় নাটকটি। এক ঘন্টার এ নাটকটিতে ২৪ জন শিল্পীর অভিনয় অভিনয় করেন। নাটকে গোপালগঞ্জের ছেলে নবাব থেকে মুজিব হওয়ার কাহিনী তুলে ধরার পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাহাবুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য উত্তম কুমার সাহা সহ বিভিন্ন শ্রেনীর মানুষ নাটকটি উপভোগ করেন।