পাংশা প্রতিনিধি ঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া গ্রামে আলোর পথ যুব উন্নয়ন সংঘের আয়োজনে বৃহস্পতিবার বিকালে দুরশুন্দিয়া গ্রামে ”নতুন বছরের অঙ্গীকার মাদক মুক্ত সমাজ গড়ার,মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন” শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সাজুঁরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলিমহর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,পাংশা মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন মিয়া,মাছপাড়া ডিগ্রি কলেজের ভাইস পিন্সপ্যাল বাবু কিশোর কুমার দাস,শরিসা প্রেমটিয়া মধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিন্নাত আলী,পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির,রাজবাড়ী জেলা সমিতি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সানজিদুল করিম খান সৌরভ, মোঃ মশিউর রহমান মোঃ নাঈম ইসলাম রতন,সোহাগ মাহমুদ প্রমুখ। বক্তরা মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন।