মাসুদ রেজা শিশির ঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর গ্রামে কলিমহর যুব সংঘ আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্ট সিজন-টু ফাইনাল ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ”খেলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় বহলাডাঙ্গা অর্নিবান বঙ্গবন্ধু ক্লাবকে ১৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন ডলার ক্রিকেট একাদশ (সূর্বণকোলা) পাংশা। খেলায় টসে জিতে ডলার ক্রিকেট একাদশ ব্যাড করতে নেমে নিদ্ধারিত ১৫ ওভাবে ১৭৭ রান করে জবাবে অর্নিবান ক্লাব ১৬০ রান করতে সক্ষম হয়। ফলাফল ১৭ রানে বিজয় অর্জন করে ডলার ক্রিকেট একাদশ (সূর্বণকোলা) পাংশা। এ খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল মন্ডল,আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান,সাংবাদিক মাসুদ রেজা শিশির,কলিমহর যুব সংঘের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ান হওয়ায় ডলার ক্রিকেট একাদশ (সূর্বণকোলা) পাংশাকে একটি ফ্রিজ প্রদান করা হয় সেই সাথে টফি জয় করেন তারা। ডলার ক্রিকেট একাদশ (সূর্বণকোলা) পাংশার অধিনায়ক স্কুল শিক্ষক স্বরজিৎ বিশ^াস একজন ক্রিড়ামোদি মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন টুর্ণামেন্ট তিনি অংশ গ্রহণ করে থাকেন। এ বিজয় তার ধারাবাহিকতার অংশ বলে জানান। পুরুস্কার গ্রহনের সময় তার স্বরজিৎ বিশ^াসের পিতা,স্ত্রী, যার নামে এ ক্রিকেট একাদশ সেই ডলার স্বরজিৎ বিশ^াসের পুত্রসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।