আবু সাঈদ ঃ গ্রাহক সেবা আর মুনাফা অর্জনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজবাড়ীর কালুখালী শাখা সোনালী ব্যাংক লিঃ । ব্যাংকটির এই সাফল্যের স্বীকৃতি স্বরুপ সম্মান সূচক সনদ পেয়েছে শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
জানা গেছে,২০২০ সালে মুনাফা ,ডিপোজিট ও শ্রেনীকৃত ঋণ আদায়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে কালুখালী শাখা সোনালী ব্যাংক লিঃ । রাজবাড়ী আঞ্চলের শাখা সমূহের মধ্যে কালুখালী শাখা সোনালী ব্যাংকে সেরা বিবেচনা করা হয়েছে। ব্যাংকটি প্রথম স্থান অধিকার করায় বুধবার রাজবাড়ী রিজিওনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন লিন্টু কালুখালী শাখা সোনালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক আনোয়ার হোসেনের হাতে সাফল্যের স্বীকৃতি স্বরুপ সম্মান সূচক সনদপত্র তুলে দেন।