স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের ভর্তি লটারীর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আম্বিয়া সুলতানার সভাপতিত্বে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রমে উপস্থত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্র্ধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মাজেদ শেখ। সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডু। এসময় শিক্ষক, ছাত্রী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Home উপজেলার খবর বালিয়াকান্দি সঃ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের ভর্তি লটারী অনুষ্ঠিত