স্টাফ রিপোর্টার : চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার এ দু’টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী রাজবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি মহম্মদ আলী চৌধুরী । তিনি দু’মেয়াদে রাজবাড়ী পৌরসভার মেয়র নির্বাচিত হন।
গোয়ালন্দ পৌর নির্বাচনে মনোনয়ন পেয়েছেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল। তিনি গত নির্বাচনে নৌকার টিকেটে অংশগ্রহণ করে সামান্য ভেটে পরাজিত হন। বর্তমান মেয়র শেখ মোঃ নিজাম এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়ায় তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের বিষয়টি অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।