স্টাফ রিপোর্টার ঃ সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল (৫০) করোনায় আক্রান্ত হয়ে বুধবার সকালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে স্বামী, ১ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্নীয় -স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। বিকালে তার মরদেহ রাজবাড়ী জেলা শহরের বড়পুর এলাকার বাড়ী নিয়ে আসা হয়। মাগরিবের নামাজের পর জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় ঈদগাঁয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজবাড়ী পৌরসভার নতুনবাজার কবরস্থানে মরদেহ দাফন করা হয়।