স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, সহকারী কমিশনার হারুন অর রশিদ, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশসহ সংশ্লিষ্ঠরা।