স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে টিভি বিক্রির জন্য দোকানে রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর ২টায় রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে গোয়ালন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা টিভি বিক্রির জন্য রাখায় ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা আইনের ৪৪ ধারায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সহযোগিতায় করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ও পেসকার সবুজ হোসেন। শৃঙ্খলায় পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।