স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১এর আওতায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্রী বিভাগে একক ও দ্বৈত উভয় ইভেন্টে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে মাজবাড়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে ছাত্র একক বিভাগে বহরপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাওনাড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং ছাত্র দ্বৈত বিভাগে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাওনাড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুুপার ভাইজার মিয়াদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ব হারুন অর রশিদ হারুন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ক্রীড়াবিদদের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।