স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহবুর রহমান শেখে সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সহকারী কমিশনারবৃন্দ ও সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।