স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী সদর উপজেলার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল, ঢাকার পরিচালনায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭২৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার এ্যাড. মোঃ ইমদাদুল হক বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।