মাসুদ রেজা শিশির ঃ রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি)’র আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগীতায় সোমবার আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায় অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, রাজবাড়ী জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি)’র কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ^াস, সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী রাণী প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। এ কর্মসূচীর আওতায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের লক্ষে কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে কাজ চলছে।