স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সূর্য্যদিয়া গ্রাম থেকে র্যাব-৮ সদস্যরা ৪৮০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কালুখালীর দয়রামপুর গ্রামের মোঃ আক্কাস মন্ডলের ছেলে মোঃ আকরাম মন্ডল (২২) এবং সূর্য্যদিয়া গ্রামের মোঃ লুৎফর মন্ডলের ছেলে মোঃ নাইম হোসেন (২০)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, র্যাব ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সূর্য্যদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। সে সময় মাদক ব্যবসায়ী মোঃ আকরাম মন্ডল ও মোঃ নাইম হোসেনকে গ্রেপ্তার করে। সে সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮০ গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।