সোহেল রানা ঃ রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদকে বহিস্কার করা হয়েছে।
বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ী জেলা শাখার আহবায়ক মোঃ জহুরুল ইসলাম ও আবুল হোসেন সিকদার স্বাক্ষরিত একপত্রে বহিস্কার করা হয়।
ওইপত্রে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সু-শৃঙ্খল সংগঠন। সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মোঃ ফজলুল হক ফরহাদ, আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পাংশা উপজেলা শাখা, আসন্ন পৌরসভার মেয়র নির্বাচনে নৌকা মার্কা প্রতিকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা লঙ্গিত ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা সংগঠনের পরিপন্থি। এ অবস্থায় গঠনতন্তের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে সংগঠন থেকে বহিস্কার করা হলো।
স্বতন্ত্র প্রার্থী মোঃ ফজলুল হক ফরহাদ মুঠোফোনে বলেন, বহিস্কারের বিষয়টি আমার জানা নেই, তবে শুনেছি।
Home উপজেলার খবর পৌরসভা নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পাংশা উপজেলা যুবলীগের...