রুবেলুর রহমান ঃ জাটকা রক্ষা কর্মসূচির আওতায় রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা আহরণের দায়ে ৪ জন জেলেকে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯ জানুয়ারী) সন্ধ্যার পর গোয়ালন্দের পদ্মা নদীর অংশ থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সেই সঙ্গে ১০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেক জেলেকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ, নৌ-পুলিশসহ সঙ্গীয় ফোর্স।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, জাটকা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযান অব্যাহত থাববে।