স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সারাদেশের জাতীয়করণকৃত প্রায় ৫০হাজার প্রাথমিক শিক্ষকের ৮ বছর পূর্বে প্রাপ্ত টাইম¯েল‹ বাতিল করে অর্থ মন্ত্রলনায় কর্তৃক জারীকৃত ১২আগষ্ট ২০২০ তারিখে পত্রটি প্রত্যাহার পূবক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রণিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাধি নিরর্ধারণ) বিধি মালা এস আর ও নং ৩১৫ আইন ২০১৩ এর বিধি ২ উপবিধি উল্লেখিত বে-সরকারী চাকুরীর ৫০ কার্যকর চাকুরি কালের ভিত্তিতে প্রদত্ত আর্থিক সুবিধাধিসহ টাইমস্কেল বহাল রাখা, জৈষ্ঠ্যতা নির্ধারণ ও পদোন্নতি প্রদানের দাবীতে রবিরার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগমের নিকট স্বারকলিপি প্রদান করেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা শাখার আহবায়ক এস,এম,এ মান্নান, জেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ গওসেল আজম, হায়াত আলী, বেলায়েত হোসেন, রোজিনা আক্তার প্রমূখ। রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির আহবায়ক এস,এম,এ মান্নান মানবন্ধনে লিখিত বক্তব্যের মধ্যে বলেন,আমাদের দাবীগুলো হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রানের দাবী আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থেকে উপরোক্ত ৩টি সমস্যা আপনার নজরে এনেছি। এগুলো প্রচলিত অর্থে দাবী নয়, এগুলো শিক্ষার মান উন্নয়নের সাথে একান্তভাবে জড়িত। শিক্ষাবান্ধব সরকারের কর্ণধারা হিসেবে উক্ত সমস্যাগুলো সমাধানে আপনার নির্দেশনা কামনা করছি।