স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বেনবেইজ অফিসে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শংকর কুমার বিশ্বাস বলেন, সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক শিক্ষা অফিসে ( বেনবেইজ) আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনি। এতে বড় ধরণের কোন ক্ষতি হয়নি। আগুনের সঠিক কারণ জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আমি তাৎক্ষনিক পরিদর্শন করেছি। বেনবেইজ অফিসে আগুনের ঘটনায় মঙ্গলবার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।