স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহবুর রহমান শেখ।
৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট উপস্থাপনাসহ নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়।