স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী অফিসার্স ক্লাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শিক্ষা ক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা-৪ অর্জনের লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মাধ্যমে সৃজনশীল প্রশ্নপত্র তৈরি ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদানে দক্ষতা অর্জনের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা, গনিত ও বিজ্ঞান বিষয়ের ১২৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময় তিনি উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে দক্ষতা সম্পন্ন শিক্ষকের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।