গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট -২০২১ এর ইতিমধ্যে সেমিফাইনালের ৩ দল চূড়ান্ত হয়েছে। দল তিনটি হলো দূরন্ত ক্রিকেট একাদশ,সৌরভ স্মৃতি ক্রিকেট একাদশ,ইয়াং রেঞ্জার্স। ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় দূরন্ত ক্রিকেট একাদশ ইলেভেন স্টারকে,২য় খেলায় সৌরভ স্মৃতি একাদশ লোটাস কলেজিয়েট স্কুল ক্রিকেট একাদশকে এবং ৩য় খেলায় ইয়াং রেঞ্জার্স টিএস ক্রিকেট প্রেমী একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।আগামী বৃহস্পতিবার শেষ কোয়ার্টার ফাইনালে আদিব-সারাহ ফাউন্ডেশন বনাম ব্রাদার্স ইলেভেন মুখোমুখি হবে।টুর্নামেন্টের সবগুলো খেলাই অনুষ্ঠিত হচ্ছে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। টুর্নামেন্টের আহবায়ক ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, বিগত ৪ বছরের ধারাবাহিকতায় এবারো গত ১৭ জানুয়ারি ২৪ টি দলের অংশ গ্রহনে এ টুর্নামেন্ট শুরু হয়।টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সি।
Home উপজেলার খবর স্বজন সমাবেশের আয়োজন গোয়ালন্দে মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালের ৩ দল চূড়ান্ত