মাসুদ রেজা শিশির ঃ রাজবাড়ীর পাংশার সুনামধন্য ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের আয়োজনে শুক্রবার বিকালে নাট্যালোক কার্যালয়ে মরহুম কবি মোহাম্মদ আব্দুল মান্নান’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাট্যালোকের সভাপতি, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু’র সভাপতিত্বে স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কবিতা সংসদ, পাবনা প্রধান কার্যালয়ের সভাপতি কবি মানিক মজুমদার,সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শরীফ মোহাম্মাদ কায়কোবাদ, অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, অবসর প্রাপ্তপুলিশ কর্মকর্তা কবি রাতুল কৃষ্ণ হালদার, শেখ মোঃ সবুর হোসেন, সাংবাদিক মাসুদ রেজা শিশির, এস এম রাসেল করির, কবি ইবাদত আলী শেখ, শেখ মুন্নু বাংলা ভাষী, মোঃ ফিরোজ হায়দার, কবি মোল্লা মাজেদ, কবি ও সাহিত্যিক কাজী সেলিম মাবুদ, সাহিত্যিক মোঃ মতিউর রহমান (সাকী মাহবুব), কবি বেনজির আহম্মেদ প্রমুখ। স্বরণ সভায় মোহাম্মদ আব্দুল মান্নান স্বরণে কবিতা পাঠ করেন কবি জালাল উদ্দিন,হিমাংশু কুন্ডু রকেট, কবি রোকেয়া রহিম,সন্ধ্যা রানী কুন্ডু,ইকরাসহ বিভিন্ন গুনিজন স্বরণ সভায় কবিতার মাধ্যমে মরহুম মোহাম্মদ আব্দুল মান্নানকে স্বরণ করেন। আলোচনার শুরুতে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে মরহুম কবি মোহাম্মদ আব্দুল মান্নান’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন পাংশা সরকারী কলেজের প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুস মোল্লা। বক্তাগন নাট্যালোকের এ আয়োজনকে সাধু বাদ জানিয়ে মরহুম কবি মোহাম্মদ আব্দুল মান্নান’র জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।