শামীম শেখ : রাজবাড়ীর গোয়ালন্দ পৌর নির্বাচনে মেয়র পদে ৬১৭ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল। তিনি পেয়েছেন ৬ হাজার ৯০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী শেখ. মো. নজরুল ইসলাম পেয়েছেন ৬২৮৭ ভোট। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির হেলাল মাহমুদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট।
রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা হলরুমে মেয়রসহ ৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান ।
তিনি বলেন, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে একটানা ভোটগ্রহণ চলে।
৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম মন্ডল ৬১৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে তীব্র প্রতিদ্বন্দিতা করে পরাজিত প্রার্থী শেখ মোঃ নজরুল ইসলাম বিজয়ী মেয়রকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।