স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামে শত্রুতা বশত লাউ ক্ষেত কর্তন করে ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে।
চরআড়কান্দি গ্রামের কাঠ ব্যবসায়ী কালাচাঁদ দে মঙ্গলবার বিকালে অভিযোগ করে বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চরআড়কান্দি মাঠে মুলার ক্ষেতের মধ্যে ২৪ শতাংশ জমিতে লাউ গাছ রোপন করি। লাউ গাছগুলো ৫-৬ ফুট লম্বা হয়েছিল। গত বুধবার চরআড়কান্দি গ্রামের বাশার শেখের ছেলে হাসান ওই ক্ষেতে ছাগল ও গরু দিয়ে খাওয়ায়। বিষয়টি নিয়ে তার সাথে কথাকাটাকাটি হয়। পরে বেতেঙ্গা পুরাতন বাজারে এসে লোকজনের সামনে সোমবার এসে আমাকে হুমকি দেয়। মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পাই লাউ ক্ষেত কেটে বিনষ্ট করেছে। আমার ধারনা হাসানই আমার ক্ষেত কেটে বিনষ্ট করেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করা হয়েছে।