আবু সাঈদ,কালুখালী প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নিরোদ কুমার প্রামানিক(৬৫)। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধানবাড়ীয়া গ্রামের ভরত প্রামানিকের পুত্র।
পারিবারিক সূত্র জানায়, নিরোদ শিবানন্দপুর মহাশ্মশানে চলমান কবি গান শোনার জন্য বাড়ী থেকে বের হয়। পথে গড়িয়ানার কালীবাড়ী এলাকায় এক মোটর সাইকেল আরোহী তাকে ধাক্কা দিলে নিরোদ গুরুতর আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
হাইওয়ে থানা পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়,চালক গুরুতর আহত আবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে।