স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত বাড়ীতে টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল কলেজপাড়া গ্রামের সচিন্দ্রনাথ দাসের ছেলে সঞ্জয় কুমার দাস বলেন, আমার ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলন করতে গেলে প্রতিবেশী সঞ্জয় কুমার দে বাধা প্রদান করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমিন দ্বারা পরিমাপ করে বুঝে নেন সঞ্জয় কুমার দে। পরিমাপে তার বসতবাড়ীর ল্রাট্রিনসহ জায়গা আমার সীমানায় রয়েছে বলে প্রকাশ পায়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর সম্প্রতি আমি ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান করায় গত ১১ ফেব্রুয়ারী রাজবাড়ীর বিজ্ঞ বালিয়াকান্দি সহকারী জজ আদালতে আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে মামলা দায়ের করি। সঞ্জয় দে কে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। নোটিশ পেয়েই আমাকে ঘর উত্তোলনে বাধা দিলেও সে নিজেই বৃহস্পতিবার বিকালে ৬-৭জন লোক নিয়ে টিনের বেড়া নির্মাণ করে। আমাকে বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শনও করে আসছেন।
অভিযুক্ত সঞ্জয় কুমার দে বলেন, আমার সীমানায় আমি বেড়া নির্মাণ করছি।