কালুখালী প্রতিনিধি ঃ রাজবাড়ীর কালুখালী উপজেরার দুই বাড়িতে সিদেল চুরি হয়েছে । কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাদপুর গ্রামের দুইটি বাড়িতে সিদেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গল বার সকালে চাদপুর হবিবর ষ্টোর থেকে ৫০ হাজার নগদ টাকা চুরি হয়। দিবাগত রাতে হবিবর শেখের বাড়িতে সিদ কেটে ২টি মোবাইল সহ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায় । একই রাতে চাদপুর বঙ্গবন্ধু চত্বরের পাশে শাহিদুল শেখের বাড়ি থেকে একই কৌশলে সিদ কেটে মোবাইল নগদ টাকা ও মালামাল চুরি করে । একই রাতে এধরনের দুইটি চুরি হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত।