স্টাফ রিপোর্টার ঃ পাবনা ক্যাডেট কলেজের অষ্টম শ্রেনী ছাত্র রাজবাড়ী জেলা শহরের কৃতি সন্তান সৈয়দ ফেরদৌস সামীর প্রথম কাব্যগ্রন্থ বই “মুজিব ভালবাসি” বই-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সামী রাজবাড়ী পৌরসভার ভকেশনাল এলাকার সৈয়দ আলী ইকবাল মিঠু এবং রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা খাতুন শাপলার বড় ছেলে।
সামীর কাব্যগ্রন্থর মোড়ক উন্মোচন উপলক্ষে রাজবাড়ীর প্রিয়তমাষু আবৃত্তি নিকেতন উদ্যোগে গত শুক্রবার বিকালে পাবলিক লাইব্রেরীর স্যার উডহেড মঞ্চে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রিয়তমাষু আবৃত্তি নিকেতনের সভাপতি মিরুনা বানু মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছালাম তাছির, আব্দুল হামিদ, জুনকক্স, খোকন মাহমুদ, মনিরুজ্জামান মিন্টু, নেহাল আহমেদ, ফারহানা মিনি, তাহমিনা মুন্নি, আব্দুর রব হিটু, শাহানাজ বেগম সহ অন্যান্যরা।