মেহেদী হাসান ঃ করোনা ভাইরাসের কারনে সারা দেশে চলছে লকডাউন। কর্মহীন হয়ে পরেছে মানুষ। দেশের মানুষ যাতে খাবারের কষ্ট না করে সেজন্য এগিয়ে এসেছেন অস্টেলিয়া প্রবাসী ডাঃ সাজেদা চৌধুরী তুলি। অস্টেলিয়া প্রবাসী সাজেদা চৌধুরী তুলি রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর বড় মেয়ে। ডাঃ সাজেদা চৌধুরী তুলি অস্টেলিয়ার ফেডারেল গভমেন্ট এর চাকুরী করেন।
শনিবার সকালে রাজবাড়ী জেলা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থী পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, লবন, চিনি, চিড়া, সাবান ও ছোলা বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুন নাহার চৌধুরী লাভলী। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির আজীবন সদস্য ডাঃ আব্দুর রহিম মোল্লা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে দেশের মানুষের কথা ভেবে আমার বড় মেয়ে এই খাদ্য সহায়তার হাত বাড়িয়েছে। এমনি করে অন্যন্য প্রবাসীদেরও এগিয়ে আশা প্রয়োজন।
আর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন,ডাঃ সাজেদ চৌধুরী তুলির সহয়তা ৭০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হলো। এমন মহতী উদ্যোগে জন্য ডাঃ সাজেদ চৌধুরী তুলিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক।