স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নির্মল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ভার্চ্যুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান “আনন্দ আড্ডা”।
শুক্রবার (১৪মে) দুপুরে জেলার বালিয়াকান্দিতে অনুষ্ঠিত “আনন্দ আড্ডা” ফেসবুক লাইভ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন,
বালিয়াকান্দির প্রবীণ শিল্পী ননীগোপাল বিশ্বাস, নির্মল সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক উত্তম কুমার গোস্বামী, গৌরসুত্রধর সংগীত নিকেতনের পরিচালক কৃষ্ণ সুত্রধর, নির্মল সাংস্কৃতিক একাডেমির কন্ঠশিল্পী অপূর্ব মন্ডল, পরিতোষ মন্ডল।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক উত্তম কুমার গোস্বামীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে তবলায় সহযোগিতা করেন রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক বিশিষ্ট তবলা শিল্পী বিমল রায়।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে তবলায় সহযোগিতা করেন উত্তম কুমার দাস, নরোত্তম মন্ডল। দিনব্যাপী চলমান লাইভ অনুষ্ঠানে শিল্পীগনের মনোমুগ্ধকর পরিবেশনায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতা দর্শক ও শুভানুধ্যায়ীরা
অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন