মাসুদ রেজা শিশির : এস কে পাল (সমীর) তার পুরা নাম সমীর কুমার পাল,তিনি জাতীয় দৈনিক আমার সংবাদের পাংশা উপজেলা প্রতিনিধি হিসাবে দির্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাজবাড়ীর কথা অনলাই নিউজ পোর্টালের প্ল্যানিং এডিটর হিসাবে দায়িত্ব পালন করছেন, ব্যবসার পাশাপাশি একই সাথে বর্তমানে তিনি কবিতা লেখায় সময় ব্যায় করছেন, লিখছেন সমসাময়িক কবিতা, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বেশ কয়েকটি কবিতা আলোচিত হয়েছে,তার লেখা কবিতার মধ্যে রয়েছে ”নেতা বটে”, কামের বসে,চন্দনা,চন্দ্রমূখী,বর্ণিল ঈদ,বন্দি বিবেগ,লিখতে চাই আমি,যে স্বাক্ষী আজও আছে,স্বাধীনতার জন্য,প্রভৃতি ইতি মধ্যে পঞ্চাশের অধিক কবিতা তিনি লিখেছেন,ভবিষ্যৎ একক কাব্যগ্রস্থ করার ইচ্ছে রয়েছে এই তরুন কবি এস কে পালের। ইতি মধ্যে পাংশা ও পাংশার বাইরে অনেকেই তার লেখা কবিতার প্রশংসা করছেন, অনেকেই দিয়ে চলছেন উৎসাহ, ব্যবসা বানিজ্য ও সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চা করে চলছেন এই তরুন উদিয়মান লেখক,পাঠক মহলে বেড়েছে তার কদর। এ ব্যাপারে সাহিত্যিক এম আলী আহসান বলেন এস কে পাল সমীর সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লিখে চলছেন, আমি তার লেখা প্রতিটি কবিতা পড়ি, আশা করি সে অনেক ভাল মানের কবি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তরুন কবি এস কে পাল সমীরকে নিয়ে পাংশার সিনিয়র সাংবাদিক রাজবাড়ীর কথা অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক মাসুদ রেজা শিশির তার এই প্রতিভার জন্য ভ’য়সী প্রশংসা করে তার উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন।