শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত মোহাম্মাদীয়া আছিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুস সালাম মিয়া,মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও সরকারী কামারখালী বীরশেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মির্জা গোলাম ফারুক বলেন,মাদ্রাসার নিজস্ব অর্থায়নে ও জেলা পরিষদের অর্থায়নে ভবনটি নির্মিত হচ্ছে।