মাসুদ রেজা শিশির : ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্দ্যোগে পাংশা ও কালুখালী উপজেলার প্রায় ১৪ শত পরিবার ২ কেজি করে কুরবানীর মাংস পেয়েছেন। ঈদের ২য় দিন বৃহস্পতিবার সকাল থেকে এ মাংস বিতরণ অনুষ্ঠিত হয়।
পাংশা মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাংশা উপজেলার বিভিন্ন এলাকার ৮৭৫ পরিবারের মধ্যে এ কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অপর দিকে একই দিন দুপুর থেকে কালুখালী উপজেলা পরিষদ চত্বরে ৫২৫ পরিবারের মধ্যে এ কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে। ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের অফিস ইনচার্জ সুমী বিশ^াস জানান প্রতি বছরের ন্যায় এ বছরও ইসলামিক রিলিফ কুরবানী প্রগ্রাম সুন্দর ভাবে পালন করেছে। এ বছর পাংশা উপজেলার জন্য ২৫ টি গরু ও কালুখালী উপজেলার জন্য ১৫ টি গরু কুরবানী দেওয়া হয়েছে।
এ মাংস বিতরণ ও কার্যক্রম সম্পূন্য করেছেন ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগন। প্রসঙ্গত দির্ঘদিন ধরে ইসলামিক রিলিফ বাংলাদেশ, রাজবাড়ী জেলা রাজবাড়ী সদর,পাংশা ও কালুখালী উপজেলার এতিম শিশুদের নিয়ে কাজ করছেন, এতিম শিশুদের শিক্ষা,স্বাস্থ্য,গৃহ নির্মান করে দেওয়ার মত কর্মসূচী পালন করে চলছেন তারা।