আবু সাঈদ ঃ
রাজবাড়ী কালুখালী উপজেলার প্রায় ৫২৫ পরিবারকে মাংশ বিতরণ ঈদ উপহার প্রদান করা হলো।
গত ২২ জুলাই বৃহস্পতিবার রাজবাড়ী কালুখালী উপজেলা ইসলামী রিরিফের আয়োজনে মাংশ বিতরণকরা হয়। কালুখালী উপজেলা পরিষদ চত্বরে ১৫ টি গরু জবাই করা হয় । জবাইকৃত গরুর মাংশ ইসলামী রিলিফ কালুখালী ইউনিটের ৫২৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয় । প্রতিটি এতিম ও দুস্থ্যঃ পরিবারের মাঝে ২ কেজি করে মাংশ তুলেদেন । এসময় ইসলামী রিলিফ বাংলাদেশ এর রাজবাড়ী পাংশা অফিসের অফিস ইনচার্জ সুমি বিশ্বাস, ফিল্ড সুপার ভাইজার পুরবীরাণী রায় ,বাপ্পী শাহরিয়ার,তাসরিফ সরোয়ার, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি আঃ রাজ্জাক বিশ্বাস,ইলিয়াস মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।