রুবেলুর রহমান ঃ রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর অর্থ সম্পাদক ও আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি নিতীশ কুমার ভৌমিক এর প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর আয়োজনে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শরীফ স্মৃতি মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর সভাপতি সালাম তাসির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার।
স্মরণ সভায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রাজ্জাকুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্মৃতি সংসদের উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমূখ।
এছাড়া স্মরণ সভায় নিতীশ কুমার ভৌমিক এর স্ত্রী গীতালি রানী জোয়ার্দার, সংসদের সহ-সভাপতি আসিফ মাহমুদ, আহসান হাবীব, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাসসহ মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
এ সময় কবি নিতীশ কুমার ভৌমিককে সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার লেখা কবিতা আবৃতি ও স্মৃতিচারণ করা হয়।
উল্লেখ্য, নিতীশ কুমার ভৌমিক ১৯৬২ সালের ১২ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার বানিবহের ঘি-কমলা গ্রামে জন্ম গ্রহন করেন। এবং ২০২১ সালের ১০ আগস্ট তিনি মৃত্যবরণ করেন। তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন শিক্ষক, লেখক, হোমিও চিকিৎসক, ক্রীড়াবিদ, স্কাউটস লিডার ও সাংস্কৃতিক মনা মানুষ।