রুবেলুর রহমান ঃ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে রাজবাড়ীতে আলেম উলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলা ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা এনএসআইয়ের উপ পরিচালক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাওমি মোঃ সায়েফ, সদর থানার ওসি শাহাদাত হোসেন প্রমূখ।
জানাযায়, জেলার পাঁচটি উপজেলার প্রায় ২ শ জন ইমাম এ সম্মেলনে অংশ গ্রহন করেন। এ সময় সন্ত্রাস জঙ্গীবাদ বিষয়ে আলেম ওলামদের সচেতন হবার পাশাপাশি মসজিদে মুসল্লিদের সচেতন করতে ইমামদের বলা হয়।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।