শহিদুল ইসলাম : দীর্ঘ ২৮ বছর সততা ও দক্ষতার সাথে কাজ করেও সাফল্যেও কোন স্বীকৃতি পায়নি আনসার ভিডিবি কমান্ডার আবু বক্কার শেখ। তারপরও থেমে নেই সামনে এগিয়ে যাওয়ার বাসনা।
আনসার ভিডিবি কোম্পনী কমান্ডার আবু বক্কার শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মনছের শেখের পুত্র। সে ১৯৯৩ সালে ২১ দিনের প্রশিক্ষন গ্রহন করে আনসার ভিডিবি সদস্য হন। ২০১০ সাল পর্যন্ত তিনি পাংশা উপজেলা আনসার ভিডিবির ঝুকিপূর্ন কাজে অংশ নিয়ে সবার নিকট পরিচিত হয়ে ওঠেন। ফলে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ,সোনালী ব্যাংক,মা ও শিশু নিরাময় কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য তাকে ডাকা হতো।
২০১০ সালে কালুখালী উপজেলা সৃষ্টি হলে আবু বক্কার শেখকে কালুখালী উপজেলা সহকারী কোম্পানী কমান্ডারের দায়িত্ব প্রদান করা হয়। এসময় সারাদেশে নাশকতা শুরু হয়। চলছিলো বিএনপি জামাতের রেললাইন তুলে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন করন কর্মসুীচ। এসময় পাংশা ও কালুখালীর রেললাইন সুরক্ষার দায়িত্ব পায় আনসার ভিডিপির কালুখালী উপজেলা সহকারী কোম্পানী কমান্ডার আবু বক্কার শেখ। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালণ করে সুরক্ষার করেন এখানকার রেলপথ।
২০১৭ সালে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষন শুরু হয়। নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোম্পানী কমান্ডার আবু বক্কার শেখ ওই প্রশিক্ষনে অংশ নেয়। তিনি উপজেলা প্রাণী সম্পদ অফিসারের প্রশিক্ষন পেয়ে গাভী পালনে উদ্বুদ্ধ হন। নিজ বাড়ীতে গড়ে তোলেন দুগ্ধ প্রদানকারী গাভীর খামার। ২০২০ সালে আরো এক প্রশিক্ষন কর্মসূচিতে অংশ নেয় কোম্পানী কমান্ডার আবু বক্কার শেখ। ওই কর্মসূচীতে বাড়ীর উঠানে সবজী চাষ বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন কালুখালী উপজেলা কৃষি অফিসার মো: মাছিদুর রহমান। এ প্রশিক্ষনের পর নিজ অংগীনায় লাউ চাষ করে সাফল্য লাভ করেছেন কোম্পানী কমান্ডার আবু বক্কার শেখ। কিন্তু এসব কর্মের কোন স্বীকৃতি মিলছে না। তারপরও থেমে নেই আবু বক্কার ।