রুবেলুর রহমান ঃ অাগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা।
শহরের ভবানীপুর পৌর কবরস্থান ও ড্রাইস ভ্যাক্টরি সংলগ্ন মাঠে চলছে রাজবাড়ী জেলা ইজতেমার অায়োজন।
বর্তমানে প্যান্ডেল ও মাঠ প্রস্তুতের কাজ চলছে। এবং ইতিমধ্যে শেষ হয়েছে অস্থায়ী ওজুখানা, টয়লেট নির্মানের কাজ । এছাড়া বিশুদ্ধ পানির জন্য বসানো হয়েছে টিউবওয়েল। এবং ময়দানের পাশে রাখা হয়েছে পার্কিং ব্যবস্থা।
ডাক্তার রবিউল জাহান সরকার জানান,
কাকরাইল থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তার তত্তাবধায়নে রাজবাড়ীতে তিন দিন ব্যাপী ইজতেমা কাজ করেছেন তাবলিগ জামায়াতের ১২৫ জন সাথী। তারা নিজেরাই স্বেচ্ছায় বাঁশ, চট, শ্রমসহ অানুসাঙ্গিক সব কিছু দিয়ে কাজ করছেন। ইজতেমায় জেলা ও প্রতিবেশী জেলার প্রতিনিধিসহ ২ থেকে ৪ হাজার সাথীর অাগমন হবে। এবং প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। ৪ ডিসেম্বর জোহর নামাজের পূর্বে বিশেষ বা অাখেরী দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হবে রাজবাড়ী জেলা ইজতেমা।
তিনি অারও জানান, অাখেরাতে অাল্লাহকে রাজি খুশি করতে তারা কাজ করছেন। চলতি মাসের ৭ নভেম্বর থেকে তারা ইজতেমা অায়োজনের কাজ শুরু করেছেন। থাকা, খাওয়া, নামাজ অাদায়, রাত্রি যাপনসহ সব কিছুই তারা মাঠের এক পাশে তাবু টানিয়ে করছেন।