মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ”নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” শ্লোগানকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সফল ৫ নারীর মধ্যে ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের স্পরকৃত ৩ জন নারী রয়েছে যারা কঠোর পরিশ্রম করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন তাদের মধ্যে একজন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, মোছাঃ লিপি খাতুন, কালুখালী উপজেলা তিনি জেলায় প্রথম হয়েছেন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, রতœা পারভীন তিনি পাংশা উপজেলা থেকে এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, রাবেয়া খাতুন, পাংশা উপজেলা থেকে ক্রেষ্ট গ্রহণ করেন। এ সম্মাননা পাওয়ায় ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের সহকারী প্রোগ্রাম অফিসার (অফিস ইনচার্জ) সুমি বিশ্বাস কৃজ্ঞতা প্রকাশ করেছেন।