স্টাফ রিপোর্টার : রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম মাঠে আন্তর্জাতিক মানের ক্রিকেট উইকেট পিছ তৈরীর কাজ শুরু হয়েছে।
রাজবাড়ী জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি বলেন, মৌখিক ও লিখিত আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন,এমপি এর সহযোগিতায় রাজবাড়ী জেলা ক্রিকেট অঙ্গনে জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরীর লক্ষে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে তৈরী করা হচ্ছে আন্তর্জাতিক মানের উইকেট পিচ। এ কাজ বিসিবির নিজস্ব অর্থায়নে ও নিজস্ব কর্মকর্তা দ্বারা উইকেট পিচ তৈরী করছেন। সোমবার থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী ২০ দিনের মধ্যে উইকেট পিচের কাজ সম্পন্ন হবে। রাজবাড়ী ক্রিড়া সংস্থার কোর্চ, কর্মকর্তা ও ক্রিকেট খেলোয়ারদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে। কাজের সার্বিক তত্বাবধায়ন করছেন জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খান।