কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরস্কার বিতরন অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানের উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা পারভীন,ঝাউগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন,মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানগীর হোসেন,কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: খালেক,করকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসতিয়াক আহমেদ,শিকজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রতনদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৭৬ টি স্কুলের ৩ শ ৫৭ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীয় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
পুরস্কার বিতরনের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি চর্চা শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটায়। তাই শিশুদের খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে হবে। শিশুরা যেন বিপথগামী না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য তিনি অবিভাবকদের সুদৃষ্টি রাখার পরামর্শ দেন।