সোহেল খান, বালিয়াকান্দি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জামালপুর ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু। এসময় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম চৌধুরী, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া ইসলামসহ ইউনিয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।